মানুষের মতো চিন্তা করতে পারে এমন ক্যামেরা উদ্ভাবন করল চীন


ক্যামেরার কাজ শুধু সুন্দর মুহূর্তগুলো বন্দি করা — এতদিন পর্যন্ত এই ধারণাই ছিল সবার। কিন্তু আধুনিক প্রযুক্তির হাত ধরে এখন এমন এক ক্যামেরা তৈরি হয়েছে, যা শুধু ছবি তোলে না, বরং মানুষের মতো ভাবনাচিন্তা ও সিদ্ধান্তও নিতে পারে!

চীনের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী প্রযুক্তি— ‘ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ’ (Brain-Inspired Vision Chip)। এটি এমন এক বুদ্ধিমান চিপ, যা মেশিনকে শুধু দেখতে নয়, বুঝতেও শেখায়। মানুষের চোখ ও মস্তিষ্ক যেমন একসাথে কাজ করে, এই চিপও ঠিক তেমনি দৃশ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়।

গবেষকদের দাবি, কোনো দৃশ্য ক্যামেরায় ধরা পড়ামাত্র চিপটি সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করতে পারে সেটি গাছ না গাড়ি, মানুষ না রোবট, চলমান না স্থির— সব কিছু। এক সেকেন্ডে এটি প্রায় ১০ হাজার ফ্রেম বিশ্লেষণ করতে সক্ষম। ফলে বৃষ্টি, কুয়াশা বা অন্ধকার— কিছুই একে থামাতে পারে না। এমনকি কম আলোতেও এটি পরিষ্কারভাবে দৃশ্য শনাক্ত করতে পারে।

বর্তমানে এই চিপটি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্বচালিত গাড়ি, রোবট ও ড্রোনে। গাড়ির “চোখ” হিসেবে এটি রাস্তায় মানুষ, বাধা বা যানবাহন শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্রেক বা মোড় নেওয়ার সিদ্ধান্ত নেয়। রোবটরা এখন এই প্রযুক্তির মাধ্যমে পথ চিনে চলতে পারে, বিপদ বুঝে থেমে যায়, এমনকি মানুষের উপস্থিতিও শনাক্ত করতে সক্ষম।

শিল্পকারখানায় মেশিন এই চিপের সাহায্যে ত্রুটিপূর্ণ পণ্য আলাদা করছে, আর চিকিৎসাক্ষেত্রে এক্স-রে ও এমআরআই চিত্র বিশ্লেষণেও এটি ব্যবহার হচ্ছে সূক্ষ্ম ভুল ধরতে।

চীনের ত্সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্কের দৃষ্টিপ্রক্রিয়ার অনুকরণে তৈরি। এটি এমনভাবে শেখে ও প্রতিক্রিয়া দেয় যেন মেশিনও এক ধরনের সচেতনতা বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্জন করে।

গবেষকরা বলছেন, এই আবিষ্কার শুধু প্রযুক্তির নয়, মানবসভ্যতার নতুন এক অধ্যায় উন্মোচন করেছে। হয়তো ভবিষ্যতে ক্যামেরা শুধু ছবি তুলবে না— বলবে, “একটু সরে দাঁড়ান, পেছনে গাড়ি আসছে!” ??


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ