অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:৪৮
মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর — মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় অবৈধভাবে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩০) নামে পরিচিত রাসেল—ফয়সাল বাহিনীর প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার, সাখাওয়াত বেপারি (২৮) ও **তারেক খান (৩০)**কে আটক করা হয়। আজ বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার একজন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
পুলিশ বলছে, কিছু দিন আগে ওই ব্যক্তিদের মোবাইলে ধারণকৃত একটি অবৈধ অস্ত্র প্রদর্শন সম্পর্কিত ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটির স্থান শনাক্ত করলে দেখা যায় এটি শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুরপাড়ে ধারণ করা হয়েছে। ভিডিওতে উপস্থিতদের মধ্যে রাসেলকে চিহ্নিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, ভিডিওটি পুলিশ দেখার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয় এবং সিসি-প্রমাণ ও গোয়েন্দা তৎপরতায় অভিযানে ওই ব্যক্তিরা গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে; এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভিডিওতে নামাজ অনুপস্থিত অন্যান্যদের ধরার জন্যও চেষ্টা চালানো হচ্ছে।
ভিডিওর বর্ণনা অনুযায়ী—১ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ক্লিপে জনশূন্য একটি স্থানে চারজন যুবক দাঁড়িয়ে আছে; তাদের মধ্যে দু’জনের হাতে পিস্তল দেখা যায়। কথোপকথনে একজন বলছিলেন, “দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।” অপরজন জবাবে বলছেন, “দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব—গুল্লি রেয়ার, পাওয়া যায় না।” আরেক দৃশ্যে একজন পিস্তল হাতে আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন; পাশ থেকে অন্যজন কীভাবে গুলি করতে হয় সেটি বুঝিয়ে দিচ্ছিল।
স্থানীয়দের সনাক্ত করণ অনুযায়ী, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি উপজেলার বাঘড়া, ফয়সালের বাড়ি কামারখোলা, সাদা টি-শার্ট-কালো প্যান্ট পরা আহিরের বাড়ি মথুরা পাড়া (শ্রীনগর ইউনিয়ন) এবং কালো পাঞ্জাবি পরা অন্য জন অর্পণ—তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছেন—গ্রেপ্তারের পর ঘটনার বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার নিয়মিত আপডেট পেলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ