অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:২০
নির্বাচনের আকাশে কালো মেঘ দেখছি: নুরুল হক নুর “রাজনৈতিক ঐক্য ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়”
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,
“একদিকে আমরা আশাবাদী—দেশে নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। অন্যদিকে, নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। কারণ, গণ-অভ্যুত্থানের শক্তিসমূহ সরকারের সমালোচনা করে নাস্তানাবুদ হচ্ছে। এমনটা চলতে থাকলে সামনে সকলের জন্যই শনির দশা অপেক্ষা করছে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নেতাদের কথা বলার সময় এসেছে—কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন,
“আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, তা রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের চরিত্রগত পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ সম্ভব নয়। রাজনৈতিক ঐক্য, সমঝোতা ও সম্মতির ভিত্তিতে যদি আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠিত হয়, তাহলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
“কিন্তু যদি আমাদের মধ্যে বিভাজন ও অনৈক্য বজায় থাকে, তাহলে স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে—ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আমরা কেউ নিরাপদ থাকব না।”
সেনাবাহিনীর একটি অংশের হামলার প্রসঙ্গ টেনে নুর বলেন,
“গত ২৯ আগস্ট সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য আমাদের ওপর হামলা চালিয়েছিল। কিন্তু যখন তারা দেখল সব রাজনৈতিক দল একই দাবিতে এক কণ্ঠে কথা বলছে, তারা পিছু হটতে বাধ্য হয়। ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকায় এর তদন্তে কমিটি গঠিত হয়েছে। আমরা জানতে চাই, জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সরকারের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি আরও বলেন,
“এই সরকার আমাদের সবার সরকার। কিন্তু আমরা যে পরামর্শ দিই, তা সরকার আমলে নেয় না। ফলে শুরুর জনপ্রিয়তা কমে যাচ্ছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।”
একইসঙ্গে তিনি বলেন,
“আমরা বলেছিলাম—মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে। এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেবে না। ভয়েও কেউ আর সেটা পরে না।”
পাঁচ দিনের সফরের অংশ হিসেবে নুরুল হক নুর পটুয়াখালী, গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করছেন। সভায় গণঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ