রেমিট্যান্স না এলে সরকার টিকত না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


একবারে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা কঠিন হতো।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মরতদের বেতন দেওয়ার মতো কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের মতো অর্থও ছিল না। কোথা থেকে শুরু করবো, বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই আমাদের শক্তি যুগিয়েছে।”

ইতালির অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, “ইতালি জানিয়েছে, বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে—এমন অভিযোগ রয়েছে। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

এর আগে, রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

অন্যদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রোমে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ তিনটি নতুন খাতে সহযোগিতা চায়—গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা উন্নয়ন।

এ সময় বাংলাদেশকে “উচ্চ কর্মদক্ষ দেশ” হিসেবে অভিহিত করে ড. কু ডংইউ বলেন, এফএও কারিগরি সহায়তা ও উদ্ভাবনে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ