মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন


রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তালহা বিন জসিম আরও বলেন,

“রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।


চাওলে আমি এটা অনলাইন নিউজ পোর্টাল ফরম্যাটে (শিরোনাম, উপশিরোনাম, ছবি ক্যাপশনস


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ