‘ধানের শীষে ভোট দিন’— লিফলেট বিতরণে আহ্বান জননেতা মো. মহিউদ্দিনের


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে নেতাকর্মীরা সুপারমার্কেট, জমিদারপাড়া, কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। তিনি উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল কর্মসূচিকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত হোসেন মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ও শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ