জাগপা: জাতীয় নির্বাচনের আগে গণভোটে পিআর পদ্ধতি চূড়ান্ত করতে হবে


জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে জাগপার মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন,

“অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখ জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এতে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে গ্রামাঞ্চলে ভোট কার্যক্রম সম্পন্ন করা কঠিন হবে। জুলাই সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না।”

তিনি পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি প্রসঙ্গে বলেন,

“বিএনপি এখন রাজি হলেও নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কি না তা নির্বাচিত সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে—এতে জনগণ অসন্তুষ্ট। নির্বাচনের আগে গণভোটে পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে প্রশ্ন রাখুন। জনগণ যে রায় দিবে তাই মাথা পেতে নিতে হবে।”

রাশেদ প্রধান আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, প্রশাসন বদলাতে হবে এবং নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডে, পিআর পদ্ধতিতে হওয়া নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, এবং বক্তব্য রাখেন জাগপার অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা-শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

একই দিনে জাগপার ৭ দফা দাবি নিয়ে দেশের ৭ বিভাগীয় শহরে মানববন্ধন আয়োজন করে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ