৫-০ গোলে হারলো ইসরায়েল, ম্যাচের পুরো আয় পেলো গাজাবাসী


ইউরোপের দেশ নরওয়ে শুধু ফুটবলের মাঠে জয়ী হয়নি, বরং মানবিক বার্তাও দিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পাওয়ার আগে নরওয়ের ফুটবল ফেডারেশন ঘোষণা দেয়, ম্যাচ থেকে প্রাপ্ত সব আয় দান করা হবে গাজার জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘ডক্টরস উইদআউট বর্ডারস’-কে। পরবর্তীতে তারা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

শুধু তাই নয়, নরওয়ের স্পনসররাও এতে সহায়তা করে ৩ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছেন।

নরওয়ের অনেক ফুটবল কর্মকর্তা ও সমর্থক দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে সমালোচনামুখর। তারা মনে করেন, এই ম্যাচ ছিল তাদের অবস্থান ও মানবিক বার্তা তুলে ধরার একটি সুযোগ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ