অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:১৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের লক্ষ্য একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের সীমানা হবে ১৯৬৭-এর পূর্বসীমা অনুযায়ী এবং আল-কুদস আল-শারিফকে রাজধানী ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী দুই দিনের মিসর সফর শেষ করে দেশে ফেরেন। সফরের সময় তিনি গাজা শান্তি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। মিসরের সংস্কৃতি মন্ত্রী আহমেদ ফুয়াদ হান্নো পাকিস্তানি প্রতিনিধি দলকে বিদায় জানান।
শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল গাজায় চালানো গণহত্যামূলক অভিযান অবিলম্বে বন্ধ করা। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে অন্যান্য দেশের সঙ্গে নিয়মিত সমন্বয় করেছেন।
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি সহিংসতা বন্ধে পদক্ষেপ নেবেন। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তির পথে ট্রাম্পের ভূমিকা স্বীকার করে চলবে।
শেহবাজ শরিফ পুনরায় উল্লেখ করেন, ইনশাল্লাহ, আল-কুদসকে রাজধানী করে ১৯৬৭-এর সীমার ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি হিসেবে থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ