অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:০৮
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন শিশু রয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার বাঘডাঙ্গা সীমান্তের ৬০/৩৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুজন পুরুষ হলেন—নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) এবং একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।
বিজিবি জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টহল দলের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে নারী–শিশুসহ ছয়জনকে আটক করেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন পুরুষের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ