মেসির প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচে নামছে আর্জেন্টিনা


বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল ফিফার অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে ফিরছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেসি দ্বিতীয় প্রীতি ম্যাচে দলে যোগ দিয়েছেন। ক্লাব ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাব এমএলএসের ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল ও এক গোলে সহায়তা করার পর এখন জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত এই ফুটবল মহাতারকা।

 

আগামী ১৫ অক্টোবর (বাংলাদেশ সময় সকাল ৬টা) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। তরুণদের সুযোগ দিয়েও গোলের ব্যবধান বাড়াতে না পারলেও এবার মেসির প্রত্যাবর্তনে দলে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগ হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ