সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ যুবক গ্রেফতার


মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল ৫টার দিকে সিরাজদিখান থানাধীন পূর্ব ব্রজেরহাটি এলাকার মঙ্গল মার্কেটে ছালামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আলাউদ্দিন (২৬)। তিনি পশ্চিম ব্রজেরহাটি গ্রামের খোরশেদের ছেলে এবং মৃত খুসিয়া বেগমের সন্তান।

পুলিশ জানায়, আলাউদ্দিনের কাছ থেকে ৪ (চার) পুড়িয়া হেরোইন ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ