অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৫০
জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১২ অক্টোবর) ভোর থেকে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়।
ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকামুখী কর্মজীবী মানুষ বিকল্প পরিবহন ব্যবস্থায় ঢাকা ফেরার চেষ্টা করছেন।
১০ অক্টোবর রাত ৮টার দিকে এক জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা জেলার ইউনাইটেড পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে অবস্থান নেন। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা করেন। ওই সময় জুলাইযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করা এক শ্রমিককে আটক করে পুলিশ। এরপরও এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা চার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। পরদিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা চাদর পেতে অবস্থান কর্মসূচি শুরু করেন।