অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:৩০
বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে সরকারের প্রথম কাজ হবে দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের পক্ষে। আমরা উপলব্ধি করেছি- দেশের বেকারত্ব যত কমানো যাবে, ততই উন্নয়নের গতি বাড়বে। বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে এলে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস.কে আল-আমিন হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, যুবদল নেতা বাদসা মিয়া, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কাইউম হোসাইন নাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ