অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:১৯
ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে ঢাকাগামী বাস থেকে নামিয়ে দিয়ে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা। শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।
স্থানীয়দের অভিযোগ, আবু রায়হান ঢাকাগামী একটি বাসে ওঠার সময় বাস স্টাফ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। একাধিকবার ক্ষমা চাওয়ার পরও ঝন্টু তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস থেকে নামিয়ে দেন।
বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যরা রাত ৯টা থেকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান নিয়েছেন। তারা অভিযুক্ত শ্রমিকসহ বাস মালিক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীরা শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী সব পরিবহন বন্ধের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
পরিস্থিতির প্রভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে শনিবার দুপুর ১২টার পর থেকে সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত শ্রমিক ঝন্টুকে আটক করা হয়েছে। সারারাত ধরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আন্দোলনকারীরা অনড় থাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনী শুক্রবার রাতেই মাসকান্দা বাস টার্মিনালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, জুলাইযোদ্ধারা বাস কাউন্টার বন্ধ রাখায় শ্রমিকদেরও সমস্যা হয়েছে।
আন্দোলনকারীরা দাবি করছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর পরিবহন মাফিয়া আমিনুল হক শামীমকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস নিষিদ্ধ করতে হবে। অন্যথায় অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ