ছুটি ছাড়াই তিন মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান তিন মাসেরও বেশি সময় ধরে ছুটি ছাড়াই ইতালিতে অবস্থান করছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে ইউনিয়নের দাপ্তরিক কার্যক্রম ও প্রশাসনিক কাজের ধীরগতি দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিপাকে পড়তে হচ্ছে। ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী আকবর জানান, চেয়ারম্যান দেশে না থাকায় ৭নং ওয়ার্ডের মেম্বার মো. হেলাল উদ্দিন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কিছু ওয়ার্ডের ইউপি সদস্যরা জানিয়েছেন, তারা জানেন না চেয়ারম্যান ছুটি নিয়েছেন কি না। স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার হোসেন খান গত ২ জুলাই ইতালি গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকায় অনেকেই ধারণা করেন তিনি দেশে আছেন।

চেয়ারম্যান আনোয়ার হোসেন খান দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছেন এবং দেশে ফিরে ইউপি নির্বাচনে অংশ নেন। স্থানীয়দের কথায়, তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও কোনো দলীয় পদ নেননি।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান জানান, চেয়ারম্যানের ছুটি ছাড়া ইতালিতে অবস্থানের বিষয়টি তার জানা নেই। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত চেয়ারম্যানের অবস্থান স্পষ্ট করা হবে এবং ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ