কিশোরগঞ্জে পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য, পেশাগত আচরণ নিয়ে প্রশ্ন


কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান সাংবাদিকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, “পুলিশ হয়ে গেছি এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।”

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে, যখন সাংবাদিকরা থানায় গিয়ে তার শারীরিক অবস্থা জানতে চেয়েছিলেন। জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) থানায় একটি পিকনিক আয়োজনের পর হাবিবুল্লাহ খানসহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

হাবিবুল্লাহ খান সাংবাদিকদের বলেন, “আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয়, সেটা কি নিউজ করার বিষয়?” এছাড়া তিনি দাবি করেন, পিকনিকের জন্য কোনো চাঁদা নেয়া হয়নি।

পরে সাংবাদিকদের আপত্তিতে তিনি বলেন, “বানর হয়ে গেছি তো এখন, তাই বললাম।” তবে পরে যোগাযোগ করা হলে হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী মন্তব্যটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সংবাদকর্মীদের সঙ্গে রাগারাগি পেশাগতভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা এবং পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ