অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৪:১৪
মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন স্থানীয় ৭০ বছর বয়সী ভিক্ষুক নাসির মিয়া। তার মৃত্যুতে গ্রামের সবাই দুঃখ প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা শুক্রবার ঘর পরিষ্কারের সময় একটি পুরনো বস্তা খুঁজে পান। বস্তার মধ্যে রাখা টাকার নোটগুলো গণনা করলে দেখা যায়, মোট ২ লাখ ২৪ হাজার টাকা রয়েছে। ধারণা করা হচ্ছে, নাসির মিয়া বহু বছর ধরে ভিক্ষা ও অনুদানের টাকা অল্প করে জমিয়ে রেখেছিলেন।
স্থানীয়রা জানান, নাসির মিয়া খুব সরল, মিতব্যয়ী ও সততার পরিচয় দেন। কেউ কেউ মনে করছেন, তিনি কাউকে বিশ্বাস না করে টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, “নাসির মিয়া অত্যন্ত সৎ মানুষ ছিলেন। মৃত্যুর আগেও তিনি বয়স্ক ভাতার জন্য আমাদের কাছে এসেছিলেন। তার ঘরে এত টাকা থাকা সত্যিই বিস্ময়কর।”
বর্তমানে উদ্ধার হওয়া টাকা তার পরিবারের হেফাজতে রয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে সমাজে সততা ও মিতব্যয়ী জীবনযাপনের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ