গাজীপুরে বিবাহবিচ্ছেদ বেড়েছে আশঙ্কাজনক হারে


গাজীপুরে বিবাহবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, যৌতুক, মাদকাসক্তি এবং পরকীয়ার কারণে প্রতিদিন গড়ে প্রায় ৩০টি সংসার ভেঙে যাচ্ছে।

গাজীপুর জেলা রেজিস্ট্রার অফিস ও সিটি করপোরেশনের সালিশি আদালতের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯ মাস ৯ দিনে এখানে মোট ১৪,০৮০টি বিবাহ সম্পন্ন হয়েছে। একই সময়ে বিবাহবিচ্ছেদ হয়েছে ৭,৮৪৩টি, যা মোট বিয়ের অর্ধেকেরও বেশি।

নিকাহ রেজিস্ট্রার ও সালিশি আদালতের সূত্রে জানা গেছে, তালাকের জন্য অধিকাংশ আবেদন করেছেন নারীরা। অভিযোগের মধ্যে রয়েছে স্বামীর অক্ষমতা, ভরণপোষণ না দেওয়া, যৌতুকের জন্য নির্যাতন, মনের মিল না থাকা এবং পরকীয়া।

কিছু ব্যক্তিগত উদাহরণও প্রকাশ করেছেন স্থানীয়রা। আঁখি আক্তার (ছদ্মনাম) জানিয়েছিলেন, স্বামী ইয়াবা সেবনের কারণে ঘরে ফেরার পর তাকে নির্যাতন করত। শহরবানু (ছদ্মনাম) বলেন, যৌতুক না দেওয়ায় স্বামী ও তার পরিবারের চাপের কারণে তিনি বিচ্ছেদ করেছেন। হাফসা খাতুন (ছদ্মনাম) পরকীয়ার কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে।

সমাজ বিশ্লেষক প্রফেসর শেখ কামরুন্নাহার বলেন, “সম্পর্কের যত্ন ও ভালোবাসার অভাব, অর্থনৈতিক চাপ, পারিবারিক মূল্যবোধের অভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—all these contribute to rising divorces।”

জেলা সচেতন নাগরিক কমিটি ও পুলিশও আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক বলেন, “শ্রমিক এলাকা হওয়ায় স্বামী-স্ত্রী দুইজনই চাকরিজীবী হলে কখনও কেউ পরকীয়ায় জড়ায়। মাদকাসক্তির কারণে মারামারি ও বিচ্ছেদ ঘটতে পারে। এমন পরিস্থিতি সন্তান ও পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”

বিশ্লেষকরা মনে করেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং দাম্পত্য সম্পর্কের যত্ন নেওয়াই একমাত্র সমাধান।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ