অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৩৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিলে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেপ্টেম্বর মাসে গ্রামের অন্তত ৩০০ গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে আন্দিউড়া বাজার এলাকায় বিল সংশোধনের দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত প্রতি মাসে তাদের বিদ্যুৎ বিল আসে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। কিন্তু এবার অনেকের বিল এসেছে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ সরদার বলেন, “৫০০ টাকার জায়গায় ৫ থেকে ১০ হাজার টাকা বিল এসেছে—এটা কি মেনে নেওয়া যায়? এমন বিল কীভাবে সম্ভব বুঝে উঠতে পারছি না।”
স্থানীয় ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, “পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তাদের রিডারম্যান অনুপস্থিত ছিল। কিন্তু তাই বলে ৩০০ গ্রাহকের ভুল বিল তারা ঠিক করবে না—এটা দায়িত্বজ্ঞানহীনতা। আমরা দ্রুত এর সমাধান চাই।”
অভিযোগ রয়েছে, ভুক্তভোগীরা স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলেও এখনো কেউ বিল সংশোধনের কোনো পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইউসুফ আলী বলেন, “আপনার মাধ্যমে ঘটনাটি শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ