গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের ইন্তেকাল


গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ও এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মাহাবুব হোসেন সারমাত গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, পাঁচ ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১০ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। তার পিতা এসকেন্দার আলী সরদার ছিলেন গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদরাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও শোক প্রকাশ করেছে। তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন মাহাবুব হোসেন সারমাত। দৈনিক দিনকাল পত্রিকায় সাংবাদিকতা শুরু করে তিনি পরবর্তীতে আমার দেশএনটিভি-তে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জে তিনি ছিলেন এক জন শ্রদ্ধেয় ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ