জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন গণভোট-মাসুদ হোসেন


প্রেস বিজ্ঞপ্তি:-আজ ১সেপ্টেম্বর ২০২৫ নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত জুলাই সনদ এর আইনি ভিত্তি ও খুনিদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেন বলেন, দেশের আকাশে কালো মেঘের ঘনঘটা। ভারতীয় আধিপত্যবাদী শক্তি নানা  ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছে। 

 

ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ই আগস্ট ফ্যাসিস্ট  হাসিনা পলায়নের পর সুপ্রিম কোর্টের রেফারেন্ডামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আপৎকালীন সময় ।

 

কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এক বৎসর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের মাধ্যমে জনগণের মেন্ডেড নিয়ে তাদের ভিত্তি মজবুত করেনি। যার ফলে পরাজিত শক্তি নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। দেশব্যাপী চুরি ডাকাতি খুন ধর্ষণ অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। 

 

দেশে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজমান এর হাত থেকে রক্ষা করতে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন আর এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন গণভোট। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই অনতিবিলম্বে গণভোটের ব্যবস্থা করে দেশকে এই সংকটের হাত থেকে রক্ষা করবেন।

 

দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন, ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সভাপতি ইঞ্জি. সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদুল আকবর, জাতীয় গণতান্ত্রিক দল-জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান আসাদ, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমুখ।

 

বার্তা প্রেরক,সুমন মিয়া,দপ্তর সম্পাদক,বাংলাদেশ মুসলিম সমাজ


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ