অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৫৩
গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে, তবে কোনো মার্কিন সেনা প্রান্তিক হিসেবে সরাসরি তৎপরতা চালাবে না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের মতে, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। এ টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশ নেবেন।
মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক রয়েছেন। চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময়ও করা হবে।
দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে গাজার বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। হামাসের হাতে থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সম্ভাবনায় ইসরায়েলেও উল্লাস দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল টানা নৃশংসতা চালিয়েছে। এ সময়ে মাত্র দুই ধাপে দুই মাসের বেশি সময় যুদ্ধবিরতি ছিল, বাকী সময়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ