ফিলিপিন্সে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও উপকূলে শুক্রবার সকালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা (PHIVOLCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের উপকূলবর্তী এলাকায়, এবং এটি ছিল জীবনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন উচ্চতার ঢেউসহ ধ্বংসাত্মক সুনামির সম্ভাবনা বহনকারী। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) ও ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছে।

 

প্রাথমিক ভূমিকম্পের পর একের পর এক আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৯ এর মধ্যে ছিল বলে জানিয়েছে ফিলিপিন্সের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (Phivolcs)। সুনামির আশঙ্কায় মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ