আজ অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষা


সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রে, এবং আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

 

এই বিশেষ বিসিএসে ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। মোট ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় পিএসসি গত ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়, এবং আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারেন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে ৬৫৩ জন ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সর্বাধিক পদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞান (৫৫), ইংরেজি (৫০), অর্থনীতি (৪০) ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২) বিভাগে।পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে; এর পর কেউ প্রবেশ করতে পারবেন না। বইপুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও গয়না পরীক্ষাকেন্দ্রে আনা নিষিদ্ধ। ২০০টি বহুনির্বাচনি প্রশ্নের (MCQ) পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। সময়সীমা দুই ঘণ্টা। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক ও অতিরিক্ত সময়ের সুবিধা রাখা হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ