অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:২২
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা খাতুন এবং তার স্বামী বাবুল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত শিপরা খাতুন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. বাবুল হোসেনের স্ত্রী। সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি-এর নেতৃত্বে বিকেল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় শিপরা ও তার স্বামীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে তাদের বসতঘর থেকে ১,৭০৮ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৮টার দিকে সেনা ও পুলিশ সদস্যরা তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করেন।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়দের আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শিপরা খাতুনের বিরুদ্ধে পূর্বে প্রায় দুই ডজন মাদক মামলা রয়েছে, যা তাকে এলাকাজুড়ে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে কুখ্যাত করেছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ