অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:১৯
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে একা পেয়ে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। নিহত জুলেখা স্থানীয় সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী, আর মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর মিজানুর রহমান ব্যবসা শেষে এখনো বাড়ি না ফেরায় ঘরে শুধু জুলেখা ও মীম ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। রাতে মিজানুর রহমান বাড়ি ফিরে এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
“দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ