কেরাণীগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার



ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর পৃথক অভিযানে ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৫ মিনিটে (১৭:০৫ ঘটিকায়) কেরাণীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে পেশাদার নারী মাদক ব্যবসায়ী মোছাঃ লাকী বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি স্বামী মোঃ রনি, পিতা মৃত মোবারক সরদার, মাতা হাওয়া বেগম; ঠিকানা — সাং-পূর্ব মান্দাইল, থানা: কেরাণীগঞ্জ মডেল, জেলা: ঢাকা। অভিযানকালে তার কাছ থেকে ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত লাকী বেগমের বিরুদ্ধে পূর্বেও কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা নং-২০, তারিখ: ১০ জুলাই ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা নং-১৮, তারিখ: ০৭ অক্টোবর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ