অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:০৭
কেরাণীগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ০৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ১২টা ৩০ মিনিটের দিকে।
এ সময় পুলিশ আল আমিন (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি মুন্সীগঞ্জের ভাগ্যকূল ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ