অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫, সময়ঃ ১০:৫১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নের চরে অবৈধভাবে গড়ে উঠেছে বিশাল মা ইলিস বাজার। দিন-রাত ২৪ ঘণ্টা ধরে চলছে বেচাকেনা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই এই বাজারে বিপুল পরিমাণ মা ইলিশ কেনাবেচা হচ্ছে, কিন্তু এ বিষয়ে সরকারি কোনো তৎপরতা চোখে পড়ছে না।
এলাকাবাসীর অভিযোগ, বাজারটি পরিচালনা করছে একদল প্রভাবশালী ব্যক্তি। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে “ব্যবস্থা” করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে নির্বিচারে মা ইলিশ আহরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর প্রাকৃতিক মাছের ভাণ্ডার।
সর জমিনে নদীতে গিয়ে দেখা যায়, নদীতে প্রশাসনের কোনো অভিযান নেই। জেলেরা নির্বিঘ্নে মাছ ধরছে ও বিক্রি করছে। একজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবকিছুই ম্যানেজ করা আছে। পুলিশ প্রশাসনকে বুঝিয়ে নিয়েছি, তাই কোনো সমস্যা হয় না।” এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “চরের মাছের বাজারের বিষয়ে আমি অবগত আছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নিলে এভাবে চলতে থাকলে নদীর প্রজনন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ