অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫, সময়ঃ ১০:৪৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে তার জনসংযোগ কর্মসূচি শুরু হয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট ঘুরে মুন্সীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন মুন্সি প্রমুখ। গণসংযোগকালে প্রফেসর আবু ইউসুফ বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে নিজের অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করতে হবে না। ইনসাফের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “মুন্সীগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং জেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধনের পরিকল্পনা রয়েছে আমার।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ