অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:১৮
মুন্সীগঞ্জে ‘টাইফয়েড টিকাদান বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
এ সময় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী সরিফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রচার ও সমন্বয় কর্মকর্তা ডালিয়া ইয়াসমিন।
কর্মশালার তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি পর্যন্ত) শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলায় মোট ৪ লাখ ৬৯ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম চলবে।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসীম উদ্দিন ভূঁইয়া, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবউদ্দিন এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ