অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টবার ২০২৫, সময়ঃ ০৯:৪০
দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলায় প্রায় ৪ লাখ ৬২ হাজার শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন দেবে সরকার। ৮ অক্টোবর সকাল সাড়ে১০টায় এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা.এটিএম ওবাইদুল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শীর্ষক এ টিকা প্রদান করা হবে। সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় এ টিকাদান কার্যক্রম আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ কার্যক্রম চলবে। এছাড়া ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এ ক্যাম্পেইন বাস্তবায়িত হবে।
পুরো জেলায় ৪ লাখ ৬২ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষমাত্রা হিসেবে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ