রাবি নির্বাচন: আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাকসু নির্বাচন কমিশন বরাবর আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ জমা দেয় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

 

তাদের অভিযোগ, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিভিন্ন বিভাগ ও হলে ভোটারদের খাবার এবং বিশেষ উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। এর আগে দুপুরে উল্টো অভিযোগ তোলে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তারা অভিযোগ করে, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, নির্ধারিত সময়ের বাইরে প্রচার করছেন এবং বহিরাগতদেরও প্রচারণায় যুক্ত করছেন। এছাড়াও আর্থিক প্রলোভন দেখিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে তাদের অভিযোগে।  উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।

ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন,

“ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের প্রচারণা ব্যাহত করার উদ্দেশ্যেই এসব মনগড়া অভিযোগ আনা হচ্ছে।”

অন্যদিকে সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন,

“ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কোনো নিয়মকানুন মানছেন না। তারা ইচ্ছেমতো আচরণবিধি ভঙ্গ করছেন। আমাদের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা নেই।”

এদিন দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে “রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা” সুষ্ঠু নির্বাচন, পরিবেশ ও প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন। সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা লিফলেট, পোস্টার ও হ্যান্ডবিল নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন।

 

রাকসু নির্বাচন কমিশনের এক সদস্য জানান,

“কোনো প্রার্থী বা প্যানেল আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, নানা ঘটনায় ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিলে গত ২২ সেপ্টেম্বর রাকসু নির্বাচন কমিশন ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ