অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টবার ২০২৫, সময়ঃ ১২:১৬
মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেন (২৮) কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় তার স্বজনদের তিনটি বসতঘরেও ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় অভিযুক্তদের মধ্যে সেলিম, স্বাধীন, রাজু ও সুচনাসহ ৩০-৪০ জনের নাম উঠে এসেছে। ভুক্তভোগী সাংবাদিক রাহিদ হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় সাংবাদিক রাহিদ ঘটনাস্থলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ