শ্রীনগরে চার দফা ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন


ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রীনগর ইসলামী ব্যাংক শাখার সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও দক্ষতার ঘাটতি তৈরি করেছে। বক্তারা চার দফা দাবী উত্থাপন করেন-


১. ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।


২. দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।


৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয় করতে হবে।


৪. যারা মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

বক্তারা বলেন, ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, চাকুরীপ্রত্যাশী তরুণ ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ