অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পাপুয়া নিউ গিনির (পিএনজি) প্রধানমন্ত্রী জেমস মারাপে ক্যানবেরায় এক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। দুই নেতা জানিয়েছেন, চুক্তির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। পিএনজি প্রধানমন্ত্রী মারাপে বলেন, চুক্তিটি ভূগোল, ইতিহাস ও দুই দেশের স্থায়ী সম্পর্কের বাস্তবতা থেকে উদ্ভূত। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা বা অন্য দেশের সামরিক প্রভাবের সঙ্গে সম্পর্কিত নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ জানান, চুক্তির ফলে

 

 দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের জনগণ।” অস্ট্রেলিয়ান সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, চুক্তিটি কার্যত ফাইভ আইজ জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রচলিত নিরাপত্তা সহযোগিতার মতো সুবিধা প্রদান করবে।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ