অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:০৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বৃদ্ধি পাবে, মায়ের কোল খালি হবে এবং দেশের অর্থ পাচার হবে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
চরমোনাই পীর বলেন, “৩০-৩৫ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন হয়, কিন্তু ৬০-৬৫ শতাংশ ভোটের কোনো মূল্যায়ন হয় না। পিআর পদ্ধতিতে ভোট হলে প্রতিটি ভোটের গুরুত্ব থাকবে, দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবে এবং চাঁদাবাজি বন্ধ হবে।”
তিনি আরও বলেন,
“নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়ায় মার খেয়েছেন, অপমানিত হয়েছেন। এই পরিস্থিতিতে নির্বাচন হলে গুন্ডাতন্ত্রের উত্থান হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন করা জরুরি।” সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর উদ্দিন ও অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ