অক্টোবর মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো


ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে, মূসকসহ প্রতি লিটার ৫৬.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত CP অনুযায়ী অক্টোবর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি CP প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনা করা হয়েছে। এর আগে, ২ সেপ্টেম্বর, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা, এবং অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮.১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ