কুষ্টিয়ার দৌলতপুরে উপনির্বাচনে জয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী ফারুক আলম পান্না


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্গণনার মাধ্যমে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফারুক আলম পান্না জয়ী হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) কুষ্টিয়া নির্বাচনী ট্রাইব্যুনাল (জ্যেষ্ঠ সহকারী জজ আদালত) তাকে বিজয়ী ঘোষণা করে। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে ফারুক আলম পান্না এবং ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা সমানসংখ্যক ৬,১২৩ ভোট পান। সমান ভোটের কারণে তৎকালীন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লটারি করেন, যেখানে আব্দুল মান্নান রানা চেয়ারম্যান নির্বাচিত হন।

 

ফারুক আলম পান্না সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে ২০২৪ সালের ৮ এপ্রিল আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর নির্বাচন ট্রাইব্যুনাল ২৪ আগস্ট পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। সোমবার ভোট গণনার পর ফারুক আলম পান্নাকে ২১৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।

ফারুক আলম পান্না কালবেলাকে বলেন,

“আমাকে লটারির মাধ্যমে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছিল। আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং আজ সত্যের জয় হয়েছে।”

উপনির্বাচনে মোট পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোট ২৫,৮৪৬ ভোটারের মধ্যে ১৭,৮১৩টি ভোট বৈধ এবং ১১৩টি ভোট বাতিল হয়। অধিকাংশ প্রার্থীর অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকলেও বর্তমানে তাদের দলীয় কার্যক্রম স্থগিত রয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ