চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উত্তর কোরিয়া সফর ৯ অক্টোবর থেকে


চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। বেইজিং জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির ক্ষমতাসীন পার্টি ও সরকারি প্রতিনিধিদল নিয়ে আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়ায় সরকারি শুভেচ্ছা সফরে যাবেন। বিবৃতিতে আরও বলা হয়, লি কিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও উত্তর কোরিয়া পারস্পরিক সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করছে।

 

গত মাসের শেষ দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান। এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিরল এক সফরে বেইজিং যান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ