আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস


 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ)-এর প্রেসিডেন্ট অ্যালিস মোগওয়ে-এর সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি। দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. ইউনূস উল্লেখ করেন, “গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, বাংলাদেশে আসুন—কারণ দেশ এখন সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।” সাক্ষাৎকালে গাজার মানবিক সংকটও আলোচনার একটি মূল বিষয় ছিল। মোগওয়ে গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এফআইডিএইচের চলমান প্রচেষ্টা তুলে ধরেন এবং ড. ইউনূসের অবিচল সংহতির প্রশংসা করেন।

 

ড. ইউনূস তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও স্মরণ করেন এবং ন্যায়বিচার ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন। মোগওয়ে আগের প্রশাসনের সময়ে জোরপূর্বক গুম ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বর্তমান প্রজন্মের মধ্যে পরিবর্তনের উন্মেষকে প্রশংসা করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ