অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:৫২
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে আজ ভোর আনুমানিক ৫ টায় সেনাবাহিনীর একটি দল ইউপিডিএফ-এর গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালে সেনার উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ-এর স্থানীয় শীর্ষ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। এরপর তল্লাশির মাধ্যমে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয়
১টি পিস্তল
১টি ম্যাগজিন
২ রাউন্ড অ্যামোনিশন
১৫টি ব্যানার
২টি ওয়াকিটকি চার্জার
২টি মোবাইল ফোন
ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি
অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। বিগত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে দেখা গেছে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এলাকায় শিশু ও শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ-এর পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ