কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


 বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সোমবার (৬ অক্টোবর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লুলজিম প্লানা আমিরের স্বাস্থ্য-পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনা হয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। রাষ্ট্রদূত বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও কসোভো বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখবে।

 

আলোচনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ