অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:২৪
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারানোদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে। স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে ভবনের মূল ফাউন্ডেশন অতিরিক্ত চাপ নিতে না পেরে পুরো কাঠামোটি ধসে পড়ে। মুহূর্তেই শতাধিক ছাত্র কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যায়।
রাতভর উদ্ধার অভিযান পরিচালিত হয়। খননকারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়। উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কমলা রঙের মরদেহ বহনের ব্যাগে করে উদ্ধারকর্মীরা মৃতদেহ সরিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ৮০ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, এবং তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের ভবনটির নির্মাণ অনুমোদন বা বিল্ডিং পারমিট ছিল কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশজুড়ে প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে, তবে এর মধ্যে মাত্র ৫০টি স্কুলের ভবনেরই আনুষ্ঠানিক নির্মাণ অনুমোদন রয়েছে।
ইন্দোনেশিয়ার গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, আল খোজিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ