অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:০৪
সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরের দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিস জোন–৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন।তিনি জানান, দুপুর ১২টার দিকে আটতলা ভবনের দ্বিতীয় তলার স্টোররুমে আগুন লাগে। ওই কক্ষে সুতা, তুলা ও কার্পাসসহ দাহ্য পদার্থ মজুত ছিল। আগুন বর্তমানে সেই তলায় সীমাবদ্ধ রয়েছে।এফডিসি কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ