ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে


আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে ভর্তি নিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ

দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)।প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী প্রার্থীরাও বিনামূল্যে সাড়ে আট মাস মেয়াদি আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ প্রোগ্রাম শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), জেদ্দা–সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছে।

 

কোর্স ও আসনসংখ্যা

আইডিবি-বিআইএসইডব্লিউ বর্তমানে ১৩টি বিষয়ের ওপর স্কলারশিপ প্রদান করছে। ১৯ বছর ধরে চলমান এই প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত ১৭,২৭৬ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে, যারা ৩,২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত। চলমান রাউন্ডে মোট আসন সংখ্যা ১৬৫টি।

 

যোগ্যতা ও আবেদন

প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিল পাস, অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়রত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকম, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে, কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। পূর্বে কোনো রাউন্ডে কোর্সে অংশ নেওয়া প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে, যেখানে গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

 

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। কোর্স সম্পন্নকারীরা পাবেন কর্মসংস্থানের সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সার্টিফিকেশন। 

 

আবেদন প্রক্রিয়া

 আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে https://apply.isdb-bisew.info/ 

 

আবেদনের সময়সীমা:  আগামী ১৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ