অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:৩২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, অন্য কোনো প্রতীক নয়। সে জন্য নির্বাচন কমিশন যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে।”
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। তাই কমিশনকে অনুরোধ করছি, তারা যেন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে। অতীত ও আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে জনগণের কাছে পৌঁছাতে চায়— এটা হাস্যকর কিছু হওয়া উচিত নয়। নতুন তালিকা প্রণয়নের সময় বিষয়টি নিশ্চিত করতে হবে।” তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো প্রভাব বা চাপের মুখে নির্বাচন কমিশন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, শাপলা প্রতীক না দেয়, তাহলে কমিশন হিসেবে তারা জনগণের আস্থা হারাবে। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের ভূমিকা বজায় রাখা প্রয়োজন।” সভায় সভাপতিত্ব করেন এনসিপির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ