নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম, নিম্নাঞ্চল প্লাবিত


নীলফামারীর তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে উঠে গেছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় ডানতীর প্রধান বাঁধে ভাঙন দেখা দিয়েছে।বন্যার প্রভাবে জেলার ডিমলা উপজেলার ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে এবং রোপা আমনের ক্ষেত তলিয়ে গেছে। বাঁধ রক্ষায় বাঁশের পাইলিং ও বালির বস্তা ফেলার কাজ চলছে। 

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খোলা আছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ