জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের


স্বাস্থ্য অধিদপ্তর জ্বর হলে সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করার জন্য জনগণকে সতর্ক করেছে। রোববার (৫ অক্টোবর) পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান জানান, জ্বরের রোগীরা নিকটস্থ হাসপাতালে গিয়ে পরীক্ষা করান এবং শনাক্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হন।তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই মারা গেছেন। ডেঙ্গু রোগী দেরিতে হাসপাতালে আসার কারণে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। ডা. মঈনুল আহসান আরও জানান, সকল হাসপাতালে পর্যাপ্ত কিট, স্যালাইন ও ওষুধ মজুদ আছে। তবে মৃত্যু কমাতে দ্রুত শনাক্তকরণ, গাইডলাইন অনুসারে চিকিৎসা এবং কার্যকর মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ